প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2025 ইং
স্কুল ছাত্রীকে ইভটিজিং এর শিকার উর্মী আক্তার,

মোহাম্মদ নাসির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
সোনাকান্দা উচ্চ বিদ্যালয় এর ষষ্ঠ শ্রেণির ছাত্রী,
মোছাম্মদ উর্মী আক্তার, পিতা মোঃ বিল্লাল সোনাকান্দা বন্দর নারায়ণগঞ্জের ভাড়াটিয়া,
সোনাকান্দার স্থানীয়, বাসিন্দার, মোঃ রাজু, ২৫, মোঃ শাহজালাল উভয়ের পিতা ,মিলন মিধা, সোনাকান্দা বন্দর নারায়ণগঞ্জের, দীর্ঘদিন যাবত, স্কুল পড়ুয়া মোসাম্মৎ উর্মি কে স্কুল যাওয়ার সময় ইভটিজিং করে আসতে ছিলেন, এমন অবস্থায় অদ্য, ১৮। তারিখ রোজ বুধবার, আনুমান চারটার সময় স্কুল থেকে আসার পথে, মোঃ রাজু ও শাহজালাল, রাস্তার পথ অবরোধ করে ইভটিজিং করার সময়, ভুক্তভোগী উর্মীর পিতা, বিল্লাল মিয়া বাধা দিতে গেলে, মোহাম্মদ রাজু ও শাহজালাল তাহাদের দোকানের হাতুড়ি দিয়ে এলোপতি ভাবে শরীরে বিভিন্ন স্থানে আঘাত করেন, এমন অবস্থায় বিল্লাল মিয়ার, স্ত্রী ও সাত বছরের ছেলেকে ও রাজু এবং শাহজাল বাঙালি দোকানে হাতুড়ি দিয়ে এলোপ্যাথি ভাবে আঘাত করতে থাকেন,
পরবর্তীতে এলাকার লোকজন আসিলে, তাহারা চটকে পড়ে চলে যান,
উক্ত বিষয়ে, মোহাম্মদ বিল্লাল মিয়া, রাত ৮ ঘটিকার সময় বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করিলে, তদন্তর সাপেকে তাহা মামলা গ্রহণ করা হবে বলে অফিসার ইনচার্জ জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24